English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৫:১৮

বড় পীরের পদাঙ্ক অনুসরনই বিক্ষিপ্ত সময়ের সমস্যার সমাধান

নিজস্ব প্রতিবেদক
বড় পীরের পদাঙ্ক অনুসরনই বিক্ষিপ্ত সময়ের সমস্যার সমাধান

গতকাল “ফাতিহায়ে ইয়াযদাহাম” উপলক্ষে দাওয়াতে ইসলামীর মাদানী মার্কায ফায়যানে মদীনা, জনপথ মোড়, সায়াদাবাদে বাদ ইশা ইজতিমায়ে যিকর ও নাত মাহফিলে দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ বলেন, হুজুর গাউসে পাক বড়পীর আবদুল কাদের জিলানী তিনি এমন সত্বা যার আদর্শই বর্তমান বিক্ষিপ্ত সময়ের সমস্যার সমাধান। 

মুবাল্লিগগণ আরো বলেন, আল্লাহ প্রদত্ত নবী করীম صلى اللهعليه و سلم প্রদর্শিত সাহাবায়ে কিরাম ও আউলিয়া কেরামের পথ ও  মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। আউলিয়া কেরামদের আদর্শে আমাদের জীবন প্রতিষ্ঠিত করি। যদি আমরা গাউসে পাক বড়পীর আবদুল কাদের জিলানী (عليه الله رحمة) এর আদর্শকে অনুসরণ করতে পারি তাহলে আমরা উভয় জাহানের কামিয়াব হবো। 

তিনি ইবাদত ও রিয়াজত এবং মানব খিদমতের দ্বারা আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করেছেন এবং অসখ্য বিপদগামী মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। তাই আজও পৃথিবীবাসি ভক্তি ও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছে। আসুন আমরাও অলি আল্লাদের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করি।

সর্বশেষ  মিলাদ-কিয়াম  দেশ ও জতির সর্বাঙ্গিন কল্যান কামনা করে দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়।