English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১১:৪০

যশোরে ফুলকপির জোড়া ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
যশোরে ফুলকপির জোড়া ৫ টাকা

যশোর : বিপাকে পড়েছেন যশোরের চাষীরা। মাত্র আড়াই টাকায় বিক্রি হচ্ছে একটি ফুলকপি। ফলে লাভের আশাতো দূরে থাক শ্রমিকদের খরচও উঠাতে পারছেন না তারা।

সরজমিনে যশোরের চৌগাছা উপজেলার বড়খানপুর বাজারে দেখা গেছে এ দৃশ্য। উপজেলার কাদবিলা গ্রামের কৃষক মিজানুর রহমান খানপুর বাজারে কপি বিক্রি করতে আনেন। তিনি বাজারে ফুলকপির দোকান বসিয়েছেন। চিৎকার দিয়ে ক্রেতাদের ডাকছিলেন ১০ টাকায় দুই জোড়া কপি। 

এ সময় বাজার করতে আসা হোগলডাঙ্গা গ্রামের দাউদ হোসেন, খানপুর গ্রামের মোতালেব, আশাদুল, আশরাফ, নিরঞ্জন বাবু ১০ টাকা দরে দুই জোড়া করে কপি কিনলেন।

মিজানুর রহমান বলেন, ‘আমি এবার এক বিঘা চার কাঠা জমিতে ফুলকপি চাষ করেছি। এতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। কিন্তু বাজারে এনে ১০ টাকায় ৪টি কপি বিক্রি করলে উৎপাদন খরচ কিভাবে উঠবে? আমার কপি ক্ষেত থেকে উঠানো আর ভ্যানে করে বাজারে আনা খরচ পর্যন্ত উঠছে না। কপি নিয়ে মহাবিপদে আছি।’

খানপুর গ্রামের চাষী শরিফুল ইসলাম বলেন, ‘আমি দেড় বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। আবাদ করতে খরচ হয়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। কিন্তু কপির দাম না পাওয়ায় উত্তোলন না করে চষে দিয়েছি। কারণ কপি বাজারে আনতে হলে শ্রমিক আর ভ্যান ভাড়া দিলে আরো বেশি লোকসান হবে।