English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১০:৫৬

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

অনলাইন ডেস্ক
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর: যশোরে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল ওরফে রনি (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে যশোর-চৌগাছা সড়কের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সলুয়া বাজারের মাঝামাঝি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সে চৌগাছা উপজেলার মাঠপাড়ার কুমর আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সড়কে পিকআপ ও মাইক্রোবাস থামিয়ে একদল ডাকাত ডাকাতি করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে  পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়।  

নিহত রনির বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ৮টি মামলা রয়েছে বলেও পুলিশ দাবী করে।

অপরদিকে, যশোর কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, মঙ্গলবার দিনগত রাতে দুইদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় অস্ত্র-গুলি, ধারালো অস্ত্র, রশি উদ্ধার করে পুলিশ।