English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ১১:১৯

শরীয়তপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের  সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার ( ১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের আবদুল ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতা সফিক ব্যাপারী ও সিরাজ সরদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত  যুবকের নাম মোহাম্মদ হোসেন খান। সে আওয়ামী লীগ নেতা সফিক ব্যাপারীর সমর্থক বলে জানা গেছে।  

তার স্বজনদের দাবি, মোহাম্মদ হোসেন খান সিরাজ সরদার গ্রুপের লোকজনের নিক্ষেপ করা বোমার আঘাতে মারা গেছে। জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সফিক ব্যাপারী ও সিরাজ সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় উভয়পক্ষের লোকেরা পরস্পরকে লক্ষ্য করে প্রায় শতাধিক বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেন নিহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশংকাজনক অবস্থায় ২/৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।