English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৭

পত্নীতলায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
পত্নীতলায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্য নিয়ে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের সাফল্য প্রান্তিক পর্যায়ে জনগনের সামনে তুলে ধরার উদ্দেশ্যে পত্নীতলায় উপজেলা পরিষদ চত্বরে সোমবার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

৩দিন ব্যাপী উন্নয়ন মেলার প্রথম দিনে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বিকেল ৩.৩০মিনিটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল গাফফার। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা ও সূধীজন প্রমূখ।   

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় স্থান পাওয়া প্রায় অর্ধশত স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে সন্ধ্যায় মনোঙ্গ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।