English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৫

জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন

ফিরোজপুর : ফিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি নামকরণ করা হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে প্রসাশনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ফিরোজপুরের জিয়ানগর উপজেলার পুরাতন নাম ইন্দুরকানি। ২০০২ সালে বিএনপি সরকারের আমলে এর নাম ইন্দুরকানি থেকে পরিবর্তন করে জিয়ানগর উপজেলা নামকরণ করা হয়।

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ওই উপজেলার নাম আবারও ইন্দুরকানি করা হয়েছে বলে জানান তিনি।