English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ০০:৪৫

টাঙ্গাইলে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইল : জেলার মির্জাপুর উপজেলায় নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে লাশগুলো মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তারা হলেন- তাসলিমা বেগম (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগম (৪০)।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতোয়ার রহমান জানান, উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের লোকজন পার্শ্ববর্তী গ্রাম রানাশালে ওয়াজ শুনতে যান। তারা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ১১ জনকে নিয়ে একটি খেয়া নৌকা যোগে নদী পাড় হচ্ছিলেন। এ সময় কোনাই নদীতে খেয়া নৌকাটি ডুবে যায়। এতে আটজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও মা, ছেলে ও ছেলের বৌ নিখোঁজ হন।

শনিবার সকালে টাকিয়া কদমা গ্রামের সোনা মিয়ার স্ত্রী তাসলিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগমের (৪০) লাশ উদ্ধার করে।