English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১০:৪৯

বেড়াতে এসে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
বেড়াতে এসে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

সাভার : আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সাভারে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৫ জন।

শনিবার ভোরে সাভারের ভাগলপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা তাজুল মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানায়, ভোরে সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় তাজুল মিয়ার বাড়ির গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। দগ্ধ ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।