English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০৯:২০

খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২

খুলনা : খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জহুরুল (৫০) ও খোকন (৩৫)। তাদের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায়।   রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার নলতা থেকে একটি পিকনিকের বাস পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি নগরীর খানজাহান আলী (রূপসা) সেতু পার হয়ে খুলনা-বাগেরহাট, মংলা সড়কের জাবুসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জহুরুল ও খোকন মারা যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।   রাত পৌঁনে ১২টায় ওসি রফিকুল ইসলাম জানান, বাসটি খাদ থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।