English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০৯:১৯

শিমুলিয়া-কাওড়াকান্দিতে রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া-কাওড়াকান্দিতে রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল করতে পারছে না। 

এই দীর্ঘ সময় ধরে যানবাহনসহ সাতটি ফেরি মাঝ পদ্মায় আটকে পড়েছে। দুই তীরে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।   বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে ফেরি রুট। বয়া ও বাতি কিছুই দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এাড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।