English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ২২:৪১

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে

অনলাইন ডেস্ক
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য এড. শামসুল হক টুকুর গাড়ি বহর দুর্ঘটনা কবলে পড়েছে। এসময় তার গাড়ি বহরে থাকা টহল পুলিশ ভ্যান খাদে পড়ে যায়। এ সময় সামনের সিএনজির চার যাত্রী আহত হয়। তবে টুকু অক্ষত রয়েছেন। 

আজ বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ ঘটনা ঘটে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি বলেন, দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িসহ পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পাবনা জেলার বেড়া থেকে ঢাকায় ফিরছিলেন। তারা শাহজাদপুর উপজেলার সরিসাকোল এলাকায় পৌঁছালে উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী একটি সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে এমপির পেছনে থাকা পুলিশ পিকআপ ভ্যান রাস্তার পাশে গাছের সাথে আটকে পড়ে। পরে এমপি টুকু গাড়ি ঘুড়িয়ে সরিসাকোল ফিরে আসেন। এ ঘটনায় সিএনজিতে থাকা ৪ জন যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানার (ওসি তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌছে পুলিশভ্যান উদ্ধারের চেষ্টা চালায়।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা আমি জানি না। তবে পুলিশের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে গাছের সাথে আটকে পড়েছে। সেটি উদ্ধারের জন্য শাহজাদপুরথানা থেকে ফোন করা হয়েছিলো।