English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৫২

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২ জন। 

বুধবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর গোরস্থানের সামনে ময়মনসিংহগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক, দুই নারী ও এক পুরুষ যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।