English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৬

ভূমিকম্পে পাঁচ তারকা গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ফাটল

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে পাঁচ তারকা গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ফাটল
পাঁচ তারকা গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ফাটল- লাল চিহ্ন যুক্ত অংশ

ঢাকা : প্রচণ্ড ভূমিকম্পের আঘাতে শ্রীমঙ্গলে বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’ ফাটল ধরেছে। ভূমিকম্পের পর রিসোর্টের নবম তলার ছাদ থেতে নিচ পর্যন্ত লম্বা ফাটল দেখে গেছে।

আজ মঙ্গলবার বেলা ৩টা ০৯ মিনিটের দিকে বেশ কয়েক সেকেন্ড ধরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত এ ভূমিকম্পে কোথাও থেকে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এদিকে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লং তারাইয়ের মাছমারায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় এ ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে। তবে এ জেলাগুলোতে থেকেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসায়। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর ২০১৩ সালে শ্রীমঙ্গলের ১৩.৬ একর জায়গা নিয়ে সম্পূর্ণ বাংলাদেশী বিনিয়োগে নির্মিত বাংলাদেশের প্রথম পাঁচ তারকা রিসোর্টটি। প্রায় সোয়া ২শ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ রিসোর্টে আধুনিক সকল সুবিধাসহ ১,৬০,০০০ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা ৯ তলা ভবনে রয়েছে ১৪৫টি কক্ষ। এর মাঝে ৪৫টি কিং সাইজ আর ৪৩ টি কুইন সাইজ বিছানাসমৃদ্ধ রুম রয়েছে।