English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১৪:১২

জামালপুরে টাকা ছাড়া মিলছে না বিনামুল্যের নতুন বই!

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে টাকা ছাড়া মিলছে না বিনামুল্যের নতুন বই!

 

জামালপুর: জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বিনামুল্যে বই বিতরণের প্রথম দিনই টাকা নিয়েছে। এই ঘটনায় শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বই বিতরণ করা হয় বছরের প্রথম দিন রোববার। অন্যান্য বিদ্যালয়ে যখন ঘটা করে বই উৎসব পালন করে তখন ব্যতিক্রম শুধু এই বিদ্যালয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৩শ থেকে ৩৫০ টাকা করে হাতিয়ে নিয়েছেন। বই উৎসবের দিন টাকা নিয়ে বই বিতরণের ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। টাকা দিতে না পারায় বই দেয়া হয়নি অনেক শিক্ষার্থীকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অবিভাবক অভিযোগ করেন, বই নিতে তাদেরকে ৩শ থেকে ৩৫০ টাকা করে শিক্ষকদের হাতে দিতে হয়েছে। টাকা দেয়ার ঘটনা বাইরে কাউকে জানালে তাদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। বাধ্য হয়ে তারা টাকা দিয়ে বই নিয়েছেন।

সরকারি নির্দেশ অমান্য করে বই বিতরণের সময় টাকা নেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও অবিভাবকরা।

এবিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, বই বিতরণের সময় টাকা নেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা বইয়ের জন্য নেওয়া হয়নি, নেওয়া হয়েছে সেশন ফির টাকা।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বই বিতরণের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ধরনের টাকা নিতে পারবে না। বিদ্যালয় কর্তৃপক্ষকে আগেই পত্রের মাধ্যমে জানানো হয়েছে। এর পরেও যদি কোন বিদ্যালয় বই বিতরণের সময় টাকা নিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সারা দেশের মত রবিবার সকালে জামালপুরেও পালিত হয়েছে বই উৎসব। এ বছর জেলায় মাধ্যমিক ও সমমানের ৩ লাখ ২৪ হাজার ২শ ১২ শিক্ষার্থীর মাঝে ৪২ লাখ ৫৩ হাজার ৪শ ৯৫ বই এবং প্রাথমিক পর্যায়ে ৪ লাখ ৩৫ হাজার ৪শ ৬৩ শিক্ষার্থীর মাঝে ১৯ লাখ ২২ হাজার ১শ ২০টি বই বিতরণ করা হচ্ছে।