English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১২:০৫

পল্লী কবির ১১৪ তম জন্ম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
পল্লী কবির ১১৪ তম জন্ম বার্ষিকী পালিত

ফরিদপুর: তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায়, লতায় পাতায় উদাসি বনের বায়....... /ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে/আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, আবহমান গ্রাম বাংলার বিভিন্ন কবিতার পংক্তিগুলো মনে করিয়ে দেয় মাটি ও মানুষের সঙ্গে পল্লী কবি জসীম উদ্দীনের নিবিড় সম্পর্কের গভীরতা।

গ্রাম বাংলার মরমি বানীর এমনি অসাধারণ উচ্চারন যার লেখনির উপজীব্য, সেই পল্লীকবি খ্যাত জসীম উদ্দীনের ১১৪ তম জন্মবার্ষিকী ১ জানুয়ারি।  নানা আয়োজনে দিনটি পালন করছে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন এবং প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারো আয়োজন করা হবে পল্লী মেলার। ১৩ জানুয়ারি থেকে কবির বাড়ির পাশে কুমার নদীর পারে শুরু হবে মাস ব্যাপী এই পল্লী মেলার।   রবিবার কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সকাল নয়টায় কবির বাড়ির উঠানে তার সমাধিতে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, প্রেসক্লাব ও কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়। পরে সেখানে কবির জীবনের উপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   এতে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, প্রফেসর আলতাফ হোসেন, এডিসি রাজস্ব ড. কামরুজ্জামান সেলিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।   ১৯০৩ সালের ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে পল্লী কবি জন্মগ্রহণ করেন। অসংখ্য কবিতা ও গান রচনার মধ্য দিয়ে গ্রাম বাংলার গণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। অর্জন করেছেন পল্লী কবির খেতাব।