English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১১:৩০

মিঠাপুকুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
মিঠাপুকুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ রংপুরের মিঠাপুকুরে রাহাত (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘নিহত যুবকের নামে হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।ঘটনাস্থল থেতে একটি ওয়ান সুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাছিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে রাহাতকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। 

পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য এসআই স্বপনের নেতৃত্বে একদল পুলিশ মিঠাপুকুরের ভেলুয়ার ব্রিজ এলাকায় যায়। রাত ২টার দিকে সেখানে পৌঁছলে রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে রাহাত গুলিবিদ্ধ নিহত হয়। এ সময় এসআই স্বপন ও এক পুলিশ সদস্য আহত হয়।তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ সোমবার ভোরে এসে এক যুবকের লাশ হাসপাতালের ডেড হাউজে রেখে গেছে। যুবকটির পরনে জিন্সের প্যান্ট এবং প্যান্টের ওপর লুঙ্গি পড়া রয়েছে।’