English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫৩

চৌদ্দগ্রামে আ.লীগ প্রার্থী পেয়েছেন ‘০’ ভোট

নিজস্ব প্রতিবেদক
চৌদ্দগ্রামে আ.লীগ প্রার্থী পেয়েছেন ‘০’ ভোট

কুমিল্লা: জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ সমর্থিত সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল (অব.) আবু তাহের (চমশা প্রতীকে) চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দুর্গে শূন্য (০) ভোট লাভ করায় গোটা কুমিল্লাসহ দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। 

অন্যদিকে কুমিল্লা সদর ১১৬টি, মুরাদনগর ১৬৩টি, দেবিদ্বার ১১৯টি, বরুড়া ১৪৭টি, সদর দক্ষিণ ১৬৭, নাঙ্গলকোট ১৬২টিসহ বেশ কয়েকটি কেন্দ্রেই তিনি এগিয়ে ছিলেন। কুমিল্লার ১৬টি উপজেলার মধ্যে চৌদ্দগ্রামই শুধু (০) শূন্য ভোট পান।

রিটানিং অফিস সূত্রে জানা যায়- গতকাল বুধবারে অনুষ্ঠিতব্য নির্বাচনে চৌদ্দগ্রামে ১৮২ ভোটের মধ্যে বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৮০, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবু তাহের পেয়েছেন শূন্য (০) ভোট। বিদ্রোহী প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রামে সর্বোচ্চ ভোট পান।

দলীয় সূত্রে জানা যায়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব চৌদ্দগ্রামের ৪ বারের সংসদ সদস্য, চৌদ্দগ্রাম পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি সবক’টি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যসহ মোট ১৮২ জনই আওয়ামীলীগ সমর্থিত জনপ্রতিনিধি (ভোটার)। কিন্তু আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শূন্য (০) ভোট পাওয়ায় ও বিদ্রোহী প্রার্থীর ১৮০ ভোট লাভ করায় গোটা দেশের জনগণ বিষয়টি ভিন্ন চোখে দেখছেন।

এ বিষয়ে জেলা একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক জানান- বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল (অব.) আবু তাহেরকে সমর্থন করেছেন। তার শূন্য ফলে জেলাবাসী হতাশ।

বিজয়ী হওয়ার পর চৌদ্দগ্রামে কোন ভোট না পাওয়ায় আবু তাহের হতাশা ব্যক্ত করে বলেন-এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এ বিজয় বঙ্গবন্ধু’র। তবে এ বিজয় একটি সংকেত, নতুন বার্তা দিচ্ছে কুমিল্লার রাজনীতির জন্য। পয়সা দিয়ে রাজনীতির দূবৃত্তায়ন যারা করেন তারা সাবধান হয়ে যান। চৌদ্দগ্রাম থেকে কোন ভোট না পেলেও আমার কোন দুঃখ নেই। আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।

প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম জানান- আবু তাহের (চশমা)- ১২৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (আনারস) পেয়েছেন ১২৩৩ ভোট। ভোটের ফলাফল গড়ে দেয় ৪৬ ভোট। তবে রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।