English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৮

হরগঙ্গা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
হরগঙ্গা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাসে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদের ব্যবহৃত কক্ষ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত ১টা থেকে গতকাল রোববার ভোর ৫টা পর্যন্ত কলেজের অভ্যন্তরে জিয়া হল ছাত্রাবাসে পুলিশ এ অভিযান চালায়। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে- ২টি বিদেশি পিস্তল, ১টি দেশি পাইপগান, ১টি থ্রি নট থ্রি রাইফেলের ড্যাম, ১টি এয়ারগান, ৩টি ম্যাগাজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড শটগানের গুলি (কার্তুজ), দেশি পাইপগান তৈরির বিভিন্ন অংশ, ২টি চায়নিজ কুড়াল, ৮টি রামদা, ২টি চাকু ও ৩৩ বোতল ফেনসিডিল। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিবির আহমেদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।'   এদিকে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ দীর্ঘদিন ধরে কলেজের অভ্যন্তরে মাদক ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর শনিবার রাত ১টার দিকে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। জিয়া হল নামের ছাত্রাবাসে নিবির আহমেদের ব্যবহৃত ২০৫ নম্বর কক্ষে টানা ৫ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। 

একই ছাত্রাবাসের ৪০৮ নম্বর কক্ষটি তালাবদ্ধ থাকায় সেখানে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এ ঘটনায় ছাত্রলীগ নেতা নিবিরের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সদর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, নিবির আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ছাত্রাবাসে নিরীহ ছাত্রদের কক্ষ বরাদ্দে চাঁদা আদায়, শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানেও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

কলেজ সংলগ্ন পাঁচঘরিয়াকান্দি গ্রামের বাসিন্দারা জানান, সম্প্রতি একটি হত্যা মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে কলেজ ছাত্রলীগের সভাপতির সাইন বোর্ড ব্যবহার করে নিবির আরও বেপরোয়া হয়ে ওঠে।

এদিকে, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহমেদের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার খবরে মুন্সীগঞ্জ শহরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থেকে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় নিবির আহমেদকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতারা।