English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৩

৬শ রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠালো বিজিবি

নিজস্ব প্রতিবেদক
৬শ রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠালো বিজিবি

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা ৩৪ নৌকায় প্রায় ছয় শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে। 

আজ রোববার সকাল আটটা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।   টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জানান, সকালে নাফ নদী পার হয়ে হ্নীলা, দমদমিয়া, টেকনাফ পৌরসভার সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৩৪ নৌকাকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তা প্রতিহত করে তাদের ফেরত পাঠায়। ঐসব  নৌকায় প্রায় ছয় শতাধিক রোহিঙ্গা নাগরিক ছিল।    তিনি আরো জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতা পরিস্থিতির পর থেকে সাড়ে আট শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়।