English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১০:৩৭

রাজেন্দ্রপুরে আগুনে পুড়ে গেছে ১৭ বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অনলাইন ডেস্ক
রাজেন্দ্রপুরে আগুনে পুড়ে গেছে ১৭ বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ রোববার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ওই এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে একটি বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।   খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সর্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে বাড়িগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও মূল্যবান বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।