English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১১:০৬

চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে। 

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ তার বোন ও ভাগ্নি মোটরসাইকেলযোগে দামুড়হুদায় দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে জয়রামপুর শেখপাড়া নাকমস্থানে পৌঁছালে পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। 

এতে জাহিদ (৩২), নাসরিন (৩০), তারপুত্র নামজুল (১) ও মেহেরপুর জেলার মহজনপুর গ্রামের মোকাম আলীর পুত্র সাহেব আলী (২৮) গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসরিন, নামজুল ও সাহেবকে মৃত ঘোষণা করেন। জাহিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।