English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৮

দামুড়হুদায় একই পরিবারের তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক
দামুড়হুদায় একই পরিবারের তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত

দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।

নিহতরা হলেন, জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) মেয়ে, নাসরিন খাতুন (২২) ও নাসরিনের ছেলে নামজুল ইসলাম (২)। 

দামুড়হুদা থানার ওসি (তদন্ত ) আব্দুল খালেক বলেন, শক্রবার বিকালে পাথর বোঝায় একটি ট্রাক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত সাহেব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।