English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫১

নাসিক নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে আইভী

নিজস্ব প্রতিবেদক
নাসিক নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন গণনা চলছে। ১৭৪ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৮১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। 

ফলাফলে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮১,৭৯২ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৪৭,৭০৮ ভোট।  এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন  সেলিনা হায়াৎ আইভী। ফলে ধারনা করা যায় জয়ের খুব কাছেই আছেন বর্তমান সিটি করর্পোরেশন মেয়র আইভি।     এর আগে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে উৎসমুখোর পরিবেশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন ভোট গ্রহণ চলে। নিবিঘ্ন এই ভোটে কোনো প্রকার সংঘর্ষের খবর পাওয়া যায়নি। 

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'সুষ্ঠুভাবে ভোট হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত।’ বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।'   নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, 'নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’