English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১২:২০

বন্ধের একদিন পরই খুলে দেয়া হলো শাবি

নিজস্ব প্রতিবেদক
বন্ধের একদিন পরই খুলে দেয়া হলো শাবি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার একদিন পরই ক্যাম্পাস খুলে দেয়া হয়ে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শাবি সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।    সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভায় আজ বৃহস্পতিবার থেকেই শাবির সকল ক্লাস, পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর থেকে ছেলেদের তিনটি আবাসিক হল খুলে দেওয়া হবে। যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঠিক কাগজপত্র ও আইডি কার্ড আছে, তারাই হলে উঠতে পারবেন। কোনো বহিরাগত হলে উঠতে পারবেন না।

প্রসঙ্গত, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।