English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৬

নাসিক নির্বাচন: বিজিবির টহল শুরু

নিজস্ব প্রতিবেদক
নাসিক নির্বাচন: বিজিবির টহল শুরু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দুপুর থেকে তাদেরকে শহরে টহল দিতে দেখা গেছে। নির্বাচনে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, মেজর মোস্তফা কামাল পাশার নেতৃত্বে ২২ প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জ মহানগর এলাকাতে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশও কাজ করবে। তাছাড়া আগের মতো প্রতিটি ওয়ার্ডে তথা ২৭ ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেটও কাজ করছেন।