English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:০১

একটি টাকি মাছ ১০০০ টাকা!

অনলাইন ডেস্ক
একটি টাকি মাছ ১০০০ টাকা!

এক মাছ ব্যবসায়ী ১০০০ টাকা করে একটি টাকি মাছ বিক্রি করেছেন। তার সংগ্রহে ছিল ১১টি টাকি মাছ। এগুলোর ওজন ছিল ৫০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম পর্যন্ত। অবশ্য ওজন কমবেশি থাকায় মাছগুলো বিক্রি হয়েছে ভিন্ন দামেই।

রাজবাড়ীর গোয়ালন্দ ওই মাছ ব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড বিজয় বাবুর পাড়া গ্রামের ফটিক চন্দ্র দাসের ছেলে মেঘ লাল। 

তিনি জানান, গোয়ালন্দ মোড় নীমতলা বিল থেকে বেড় জাল দিয়ে ধরে আনা এক জেলের কাছ থেকে টাকি মাছগুলো তিনি ক্রয় করেন।

মেঘ লাল জানান, ১১টি মাছের মধ্যে ৬টি মাছের ওজন ছিল ১ কেজির বেশি। ওজনভেদে ৭০০ থেকে ১০০০ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে। গোয়ালন্দ মাছ বাজারের অন্যান্য জেলেরা জানান, মাছগুলো দেশীয় প্রজাতির। দেখতে শৈল মাছের মতো হলেও আসলে টাকি মাছ।

মাছ বাজারের সভাপতি বিল্লাল হোসেন জানান, তার চল্লিশ বছর মাছ ব্যবসার জীবনে এত বড় টাকি মাছ তিনি দেখেননি।