English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ১২:২৮

সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

অনলাইন ডেস্ক
সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-তুলসি রানী ঘোষ, পল্লব চৌধুরী (১২), ভবেন ত্রিপুরা (৪৫) পুলিশ সদস্য শাহিনুর রহমান (৩২) ও মো. ইসমাইল (২৮)। 

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দু’জনের পায়ে গুরুতর জখম রয়েছে।