English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৬

চাটখিল উপজেলার শিবির সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
চাটখিল উপজেলার শিবির সভাপতি গ্রেফতার

নোয়াখালী: চাটখিল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ ইকবাল নাহিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভীমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি ইউনিয়নের শ্যামপুর গ্রামের শামছুল হুদার ছেলে।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, জাহিদ ইকবাল নাহিদের বিরুদ্ধে থানায় বিভিন্ন সময়ে নাশকতার একাধিক মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।