English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ২০:১২

সিলেটে নারীর ৮ টুকরো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নারীর ৮ টুকরো লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কাগজপুর সেতুর নিচ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) খণ্ড বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।   

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি আট টুকরো করে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি কাগজের কার্টনে রাখা ছিল। লাশের সঙ্গে শিশুদের কিছু কাপড়ও পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে স্থানীয় লোকজন কাগজপুর সেতুর নিচে দুটি কার্টনে মানুষের মৃতদেহের মতো কিছু ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। 

পরে ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে আট টুকরো করে কাটা লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সেটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, পানিতে কার্টনগুলো গুলে যাওয়ায় লাশের কয়েকটি খণ্ড কার্টনের বাইরে বেড়িয়ে আসে। ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ ওই নারীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশে সেটি কাগজপুর সেতুর নিচে ফেলে গেছে। লাশ দেখে মনে হয়েছে সপ্তাহখানেক আগে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।