English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৩

বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার সাতমাইল এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

বুধবার (১৪ডিসেম্বর) সকাল সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০), জেসমিন (৩৫) ও সুজন (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে সাতমাইল এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে আহতদের মধ্যে তিনজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।