English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ০১:১৪

নোয়াখালীতে ১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে ১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

মুজাহিদুল ইসলাম সোহেল: নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের বিজয় মঞ্চে ১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

বিকেল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপ কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাবেক সাংসদ ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজয় মেলা উপলক্ষে দোকানীরা বিভিন্ন পণ্য ও খাদ্য সমগ্রীর পসরা সাজিয়ে বসেছে।