English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫৮

রামুতে বাস উল্টে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রামুতে বাস উল্টে নিহত ৪

কক্সবাজারে বাস উল্টে চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।  রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রামুর উপজেলা রশিদনগর পানির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভৈরব জেলার বাসিন্দা কাশেম (৪৫) ও চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪৫), কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং গ্রামের মো. শফিকুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও কুতুবদিয়া উপজেলার লেবুরছড়ি গ্রামের মো. এবাদুল্লাহের পুত্র মো. ফারুক(২০)।    জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস রামুর রশিদনগরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ৩৩ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর জানান, রোববার দুপুর ২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস রামু উপজেলার রশিদনগরের পানিরছড়া এলাকায় ওভার টেক করতে গিয়ে উল্টে যায়। এতে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।