English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪১

পাবনায় মাটি চাপা পড়ে ২ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
পাবনায় মাটি চাপা পড়ে ২ শিশু নিহত

পাবনার সাঁথিয়ার রঘুরামপুরে মাটি চাপা পড়ে ২ শিশু নিহত হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রঘুরামপুর মাঠে কোরবান মৃধার ছেলে শরীফুল মৃধার খনন করা পুকুরে শুক্রবার দুপুরে লিয়ন (৮) জাহিদ (৬) ও মারুফ (১০) খেলা করতে যায়। খেলা করার সময় খননকৃত পুকুরের পাড় ধসে তাদের ওপর পরে। 

এ সময় শিবরামবাড়িয়া গ্রামের সন্তেসের ছেলে ব্রাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র জাহিদ (৬) ও বগুড়ার ইলিয়াসের ছেলে প্রথম শ্রেণির ছাত্র লিয়ন (৮) ঘটনাস্থলে মাটিচাপায় নিহত হয়। লিয়ন উপজেলার রঘুরামপুর গ্রামে নানা সদর আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত। একই গ্রামের অপর শিশু মাজেদের ছেলে মারুফ বেঁচে যায়।   বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা গনজের আলী বলেন, খবর পেয়ে গর্ত খনন করে লাশ উদ্ধার করেছি।