English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৮

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানেরর স্বাধীনতা পদক অপসারণের প্রতিবাদে পুলিশী বাঁধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

শনিবার ১০ (সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের চেষ্টা করলে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বাঁধা দেয়।

অপর দিকে বেলা সাড়ে ১১টায় কলাবাগান ভাঙ্গাব্রীজ এলাকায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। পরে দলীয় কার্যালয়ের সামনে খাগড়াছড়ি জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দরা।

এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ চৌধুরী,সহ-সভাপতি কংচাইরী মাষ্টার,যুগ্ন সম্পাদক মংসাথোয়াই চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি  প্রমূখ।

বক্তরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতা ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল বা অপসারণ করে জিয়াউর রহমানের জনপ্রিয়তা কমানো যাবেনা।