English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৫

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু মনিরা

অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু মনিরা

ঝালকাঠি-বরিশাল সড়কের নলছিটির ঢাপড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বাসের ধাক্কায় আহত শিশু মনিরা (৭) মারা গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। সে রুপচন্দ্রপুর গ্রামের মনির হোসেনের কন্যা।

বুধবার সকাল ৯ টায় সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় আহত হয় শিশু মনিরা। আশংকাজনক অবস্থায় শিশুটিকে বরিশালে নিয়ে যাওয়া হয়। সে ওই বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

এই ঘটনার প্রতিবাদে এবং বিদ্যালয়ের সামনের আঞ্চলিক এই মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, এলাকাবাসী ও ব্র্যাকের পল্লী সমাজ ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।