English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩০

রাজশাহীতে ভূয়া ওষুধ কোম্পানি সিলগালা, মালিকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ভূয়া ওষুধ কোম্পানি সিলগালা, মালিকে জেল-জরিমানা

রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ফাস্ট এগ্রোভেট লিমিটেড নামের একটি ভুয়া গরু মোটা তাজাকরণ ওষুধের কোম্পানি সিলগালা ও এর মালিককে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানির মালিকের নাম সেলিম মিয়া।

তিনি জামালপুর জেলার বাসিন্দা। বর্তমানে রাজশাহীতে বসবাস করেন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান এ রায় দেন।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বালিয়াপুকুর এলাকায় অবস্থিত ভুয়া ফাস্ট এগ্রোভেট নামের একটি গরু মোটা তাজাকররণ কোম্পানিরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তারা বিভিন্ন দেশের ওষুধের কথা বলে নিজেরাই বিভিন্ন সিল দিয়ে ওষুধ বানাত।

ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটি সিলগালা করে এবং এর মালিক ও কেমিস্টসহ দুজনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান, মালিক সেলিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেন এবং কেমিস্টকেও কারাদন্ডাদেশ দেন।