English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৬

গোপালপুরে সাপের দংশনে ছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
গোপালপুরে সাপের দংশনে ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় সাপের দংশনে নাজমা খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত নাজমা খাতুন ওই এলাকার রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।

নিহত নাজমা খাতুনের পারিবারিক সুত্রে জানা গেছে, রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিল নাজমা খাতুন, সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপের ছোবলে নাজমার শরীরে প্রচন্ড যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত ঝিনাইদহের সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়।