English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৫

রাজশাহীতে হেরোইনসহ নারী ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে হেরোইনসহ নারী ব্যবসায়ী আটক

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এক কেজি হেরোইনসহ মেরীনা খাতুন (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

র‌্যাবের হাতে আটক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবলাবোনা গ্রামের রাজ্জাকের স্ত্রী। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আবুবকর সিদ্দিকের নেতৃত্বে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি অপারেশন দল।

অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ হাতেনাতে মেরিনাকে আটক করে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।