English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৮

শ্রীমঙ্গলে ডাকাতি, আতংকিত এলাকাবাসী

অনলাইন ডেস্ক
শ্রীমঙ্গলে ডাকাতি, আতংকিত এলাকাবাসী

শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার ব্যবসায়ী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ ঘটিকার সময় সবুজবাগ আবাসিক এলাকার মানিক চাঁদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসার দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে।

সাথে সাথে ঘরের লোকজন উঠে গেলে তারা ধারালো অস্ত্রের মুখে বাসার পুরুষ ব্যক্তি দেবাষীশ চৌধুরীকে বেঁধে রাখে। এবং ২ বছরের ছোট শিশু নিধির গলায় দা ধরে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ অনান্য পুলিশ কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে গত ৫ দিনে শ্রীমঙ্গলে আরো ২টি বাসায় ডাকাতি ও এহসান মার্কেটসহ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় ডাকাতির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গল উপজেলা বাসী। শ্রীমঙ্গলে ঘন ঘন ডাকাতি হওয়ায় শ্রীমঙ্গল থানা প্রশাসনের আরো নজরদারী বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শ্রীমঙ্গলবাসী।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়ও ঘটনাস্থল পরিদর্শন করেন।