English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৩

নড়াইলে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
নড়াইলে সাবেক চেয়ারম্যানের বাড়িতে  ডাকাতি

নড়াইলের পওহরডাঙ্গা গ্রামে একবাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার, মোবাইলসহ প্রায় লাধিক টাকার মালামাল নিয়েছে ডাকাতরা।

ডাকাতদের হামলায় আহত হয়েছেন ২জন গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা যায়, দিবাগত ভোর সাড়ে ৩টায় পওহরডাঙ্গা সাবেক ইউপি চেয়ারম্যান আখসান আলী লাবু’র বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর রাতে ৫/৬জন সশস্ত্র অবস্থা এসে দরজা খুলতে বাধ্য করে। অস্ত্রে মুখে মারধর করে এবং ঘরের আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা, ২ভরি স্বর্ণঅলঙ্কার, ৪টি মোবাইল সেটসহ লাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।

আহত আলতাফ হোসেন (৩০) ও তার স্ত্রী জলি খানম (২৫) গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি রয়েছে। আলতাফ আখসান আলী লাবুর ভাইয়ের ছেলে।

এদিকে  থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, আমি ঐবাড়িতে আছি। এটা ডাকাতি না অন্য কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে।