English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৮

পুলিশের বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
পুলিশের বাড়িতে ডাকাতি

রাজাপুরের চাড়াখালি গ্রামে এক সাবেক সহকারী উপ-পরিদর্শকের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহজাহান তালুকদার নামে ওই পুলিশ সদস্যের বাড়ি থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতরা ৭৯ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে বলে দাবি পুলিশ সদস্যের দাবি।

তিনি সাংবাদিকদের বলেন, ঘরের জানালার গ্রীল কেটে গভীর রাতে ৬/৭ জনের মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে ডাকাতি চালায়। বাঁধা দিতে তাকে ঘরের সবাইকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) হারুন অর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।