English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৫

নলছিটিতে বিএনপির কমিটি বাতিল দাবি

অনলাইন ডেস্ক
নলছিটিতে বিএনপির কমিটি বাতিল দাবি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও পৗর বিএনপির কমিটি বাতিল দাবি জানিয়েছে সন্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক কমিটি।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবাদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা  এ দাবি জানান।

লিখিত বক্তব্য পাঠ করেন নলছিটি উপজেলার বিএনপি সন্মেলন প্রস্ততি কমিটি ও নলছিটি উপজেলা বিএনপির  আহ্বায়ক নরুলু আলম গিয়াস।

তিনি বলেন, ২০১৫ সালের ১৭ অক্টেবর নলছিটি উপজেলা ও পৗর বিএনপির  সন্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক হিসাবে ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ আমাকে দায়িত্ব দেয়া।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার অহিদলু ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন তালুকদারকে  সকল ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে।

পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নলছিটির ১০ ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন করে কাগজপত্র জমা দেন।

অপরদিকে শহর বিএনপি ও সন্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক  সেলিম গাজী নিজেই সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদারকে সাথে নিয়ে ৯টি ওয়ার্ড কমিটি গঠন কাজ সম্পন্ন করেন।

তিনি আরো বলেন, রাতের অন্ধকারে একটি মরগড়া কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটিকে গঠনতন্ত্রহীন দাবি করে অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন নলিছিটি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খনাদকার অহিদলু ইসলাম বাদল, সাধারণ সম্পাদক নজরলু ইসলাম শাহীন তালকদার, ১ম যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান।

সদ্য ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাখান করা উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  সেলিম গাজী ও সেরায়ার সরোয়ার তালুকদারও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।