English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২১

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

ঝিনাইদহ থেকে ২টি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী গ্রামের মঙ্গল আলীর ছেলে শাহ জালাল (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৩৫)।

ঝিনাইদহ ক্যাম্পের র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ সাংবাদিককে জানান, র‌্যাবের একটি দল গোপন সংবাদ সুত্রে বিষয়খালী গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে তারা বিষয়খালী বাজারের শাহ জালালের চায়ের দোকান থেকে একটি পিস্তল উদ্ধার করে। এ সময় তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আশরাফকে আটক করা হয়। দুজনের স্বীকারোক্তিতে আরও একটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়রা সাংবাদিককে জানিয়েছেন, সোমবার রাত ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।