English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৪০

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশু নগরীর রাজপাড়া থানার হড়গ্রামৎ পুর্বপাড়া এলাকার সাইফের ছেলে কুরাইশ (৪) এবং একই এলাকার জহিরুলের মেয়ে বৈশাখি (৪)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু কুরাইশ ও বৈশাখি নিজ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যররত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সর ইনচার্জ এ এস আই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।