English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৩২

নড়াইলে জামাত শিবিরের ৩ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
নড়াইলে জামাত শিবিরের ৩ নেতা গ্রেফতার

নড়াইলে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ ৩ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান তাদের আটক করে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম , সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান  নের্তৃত্বে সদর থানার একদল চৌকশ পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই এবং সিডি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ খুলনার সিদ্দিকীয়া মাদাসার শিবিরের বায়তুলমাল  সম্পাদক আব্দুর রহিম ও খাসিয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি রিমন মোল্যাকে আটক করা হয়েছে ।

শিবির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্য আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করে বলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান  নের্তৃত্বে সদর থানার একদল চৌকশ পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি তাঁর অভিযানে সফল হয়েছেন। তাছাড়া তিনি নড়াইল থেকে নাশকতাকারীদের ধরতেও সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, নড়াইল জেলা থেকে নাশকতাকারীদের সমূলে উৎপাটন করতে পুলিশ বদ্ধ পরিকর। এছাড়াও নাশকতাকারীদের শনাক্তকরণে তিনি জনগণেরও হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।