English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০২:১৪

যুদ্ধাপরাধীর পরিবারের সম্পদ বাজেয়াপ্তের দাবি

অনলাইন ডেস্ক
যুদ্ধাপরাধীর পরিবারের সম্পদ বাজেয়াপ্তের দাবি

যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নির্বাচনে প্রার্থীতা অযোগ্য ঘোষণা করার জোর দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রগতিশীল শিক্ষক সমাজ যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মীর কাসেমের ফাঁসির পর অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

এত আরো বলা হয়, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধী, কুখ্যাত আলবদর কমান্ডার ও জঙ্গি অর্থায়নের মূল নায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করছে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।’