English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৭

কালকিনিতে শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক
কালকিনিতে শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

মাদারীপুরের ডাসার থানার মাইজপাড়া এলাকায় ইউসুফ বেপারীর তৃতীয় শ্রেণিতে পড়ূয়া ১১ বছর বয়সী স্কুল ছাত্রীকে আবদুল কাদের হাওলাদার (৪৭) নামে এক ধর্ষকের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কাদের হাওলাদার পশ্চিম মাইজপাড়া গ্রামের আবদুল অাহমেদ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় অসহায় লাঞ্ছিনার শিকার পরিবারটি কালকিনি থানায় একটি অভিযোগে দায়ের করা হলে বুধবার (৩১ আগস্ট) বিকেলে আবদুল কাদের হাওলাদারকে আটক করে কালকিনি থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মাইজপাড়া এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ বেপারীর স্কুল পড়ূয়া কন্যাকে বাদাম খাওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশের একটি বাগানে। সেখানে নিয়ে কাদের হাওলাদার জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ওই শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে লম্পট কাদের হাওলাদার পালিয়ে যায়। পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়।

এ ব্যাপারে ভুক্তভোগী মেয়েটির বাবা ইউসুফ বেপারী বলেন, পুর্বশত্রুতার জের ধরে কাদের আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি তার সুষ্ঠ বিচার চাই।

ডাসার থানার কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত কাদেরকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।