English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯

নড়াইলে সপ্তাহব্যাপী ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
নড়াইলে সপ্তাহব্যাপী ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি

তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ভারোত্তোলন খেলোয়াড় খোঁজার লক্ষ্যে ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের তৃণমূল পর্যায় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী শাহ জালাল মুকুল প্রমুখ। এ প্রশিক্ষণে ১৬ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও  বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে।