English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৬

‘সচেতনতায় অপরাধমুলক কর্মকান্ড রোধ সম্ভব’

অনলাইন ডেস্ক
‘সচেতনতায় অপরাধমুলক কর্মকান্ড রোধ সম্ভব’

ঈদুল আযাহাকে সামনে রেখে মলমপার্টি,অজ্ঞান পার্টিসহ দুস্কৃতিকারীদের অপরাধ কর্মকান্ড রোধে খাগড়াছড়িতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের (শান্তি পরিবহণ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম শফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম।

এতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর সার্কেলের উর্ধ্বতন সহকারী পুলিশ সুপার মো: রইস উদ্দিন, খাগড়াছড়ি বিআরটিএর মোটরযান পরিদর্শক মাহবুবুর রহমান, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, ট্টাফিক ইস্ফেক্টক অভিজিত রায় প্রমূখ। এ সময় খাগড়াছড়ি ট্টাক মালিক সমিতির সভাপতি-মনতোষ ধর,প্রশাসণের নেতৃবৃন্দ,পরিবহণের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমান্যরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বক্তব্যে মেয়র রফিকুল আলম ও সহকারী পুলিশ সুপার রইস উদ্দিন মনে করেন, সচেতনতায় অপরাধমুলক কর্মকান্ড রোধ করা সম্ভব। যানবাহনে অপরিচিত কোন ব্যাক্তির দেওয়া কোন কিছু গ্রহণ না করাসহ পরিবহণে যাত্রীদের সেবা নিশ্চিত করার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

এ সময় মেয়র আরো বলেন, পরিবহণের সকল চালকদের আরো স্মার্ট হতে হবে। নাগরিক সেবা প্রদানে সকলের ভূমিকার কথা জানিয়ে মেয়র খাগড়াছড়িকে পর্যটন ও পরিবেশ বান্ধব নগরি হিসেবে গড়ে তুলতে পরিবহণের ক্ষেত্রে সকল চাঁদের গাড়ীর এক কালার করণ,ড্রাইবিং লাইসেন্স,ড্রাইভারের পোশাকসহ পরিচ্ছন্নসহ আইন মেনে চলার উপর গুরুত্বরোপ করেন।