English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১২:৩৫

সুলতান উৎসবে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
সুলতান উৎসবে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপি ‘সুলতান উৎসব’ শুরু হয়েছে। আজ দুপুর সাড়ে ৩টায়  সুলতান মঞ্চে ছবি এঁকে উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক  মোঃ হেলাল মাহমুদ শরীফ।

এছাড়া বেলা ৩.৫০ টায় চিত্র ও আলোক চিত্রের উদ্ধোধন করেন প্রফেসার সামাদ উল্লাহ মজুমদার । এবং বিকাল ৪টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতার উদ্ধোধন করেন নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ।

জানা যায়, এ সময় উপস্থিত ছিলেন এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের  সভাপতি শেখ হানিফ, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক শীল প্রমুখ। সুলতান মঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায়  প্রায় ১২শত শিশু অংশগ্রহন করে। এদের সবাইকে ছবি আঁকার বিভিন্ন উপকরণ ও  উপহার দেওয়া হয় উৎসবে বিভিন্ন আয়োজনের  মধ্যে রয়েছে প্রতিদিন আর্টক্যাম্প, চিত্র প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

এদিকে  মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে এক  সংবাদ সম্মেলনে জানানো হয়,  আগামি বৃহস্পতিবার( ১ সেপ্টম্বর) বিকেলে চিত্রানদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নড়াইলসহ বিভিন্ন জেলার ২২ টি পুরুষ এবং ৫ টি মহিলা দলের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।  নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।